রেজাউদ্দিন স্টালিন। ফাইল ছবি
কবি রেজাউদ্দিন স্টালিনের ৬২তম জন্মবার্ষিকি আজ। ২২ নভেম্বর শুক্রবার । ১৯৬২ সালের এ দিনে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন।
তার পিতা শেখ বোরহানউদ্দিন আহমেদ ছিলেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মাতা রেবেকা সুলতানা স্কুল শিক্ষিকা ছিলেন। তার দুই বোন রয়েছে। রেজাউদ্দিন স্টালিন শৈশব থেকেই কবিতা লিখতেন। আট বছর বয়সে ১৯৭০ সালে শতদল পত্রিকায় তার প্রথম কবিতা ‘শপথ’ পত্রিকায় প্রকাশিত হয়। স্টালিন আশির দশকের অগ্রগণ্য কবি হিসেবে বিবেচিত।
স্টালিন রচিত প্রথম কাব্যগ্রন্থ ‘ফিরিনি অবাধ্য আমি’। পরবর্তীতে তিনি আরও ৪৫টি কাব্যগ্রন্থ রচনা করেন। তার রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো- আর্শীবাদ করি আমার দুঃসময়কে, আঙ্গুলের জন্য দ্বৈরথ, হিংস্র নৈশ্য ভোজ, সব জন্মে শত্রু ছিল যে। তার সর্বশেষ কাব্যগ্রন্থ ‘তদন্ত রিপোর্ট’। তিনি রবীন্দ্রনাথ আরোগ্য নামে একটি প্রবন্ধ গ্রন্থ রচনা করেছেন। তার রচিত ছড়া গ্রন্থ ‘হাঁটতে থাকো’। স্টালিন রচিত একমাত্র উপন্যাস ‘সম্পর্কেরা ভাঙ্গে’। ‘আবার একদিন বৃষ্টি হবে’শিরোনামে তার কবিতার একটি একক সিডি প্রকাশিত হয়। এটি আবৃত্তি করেন প্রদীপ ঘোষ। অনুবাদক জাকারিয়া সিরাজী ‘সিলেক্টটেড পয়েমস অব রেজাউদ্দিন স্টালিন’ নামে একটি গ্রন্থ ইংরেজিতে অনুবাদ করেন।
রেজাউদ্দিন স্টালিনের কবিতা ইংরেজি, হিন্দি, উর্দু, উড়িয়া, রুশ, জার্মান, চীনা, জাপানী ও ফরাসী ভাষায় অনূদিত হয়েছে। কবিতায় অনন্য অবদানের জন্য ২০০৬ সালে বাংলা অ্যাকাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন রেজাউদ্দিন স্টালিন।
কবির জন্মদিন উপলক্ষে আজ রাজধানীর পরীবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছে প্রকাশনা সংস্থা প্রতিবিম্ব প্রকাশ। শুভেচ্ছা জ্ঞাপন, কবিতা ও সংগীত দিয়ে সাজানো থাকবে জন্মজয়ন্তীর এ আয়োজন। সন্ধ্যা ছয়টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলা অ্যাকাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। বিশেষ অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।