ছবি: আপন দেশ
অমর একুশে বইমেলা ২০২৫-এ দালাল প্রকাশকদের প্যাভিলিয়ন বরাদ্দ বাতিল করেছে বাংলা একাডেমি। বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি, বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতি ও জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বাংলা একাডেমি মেলা পরিচালনা কমিটির বৈঠকে এ ঘোষণা দেয়া হয়।
বাতিলকৃত প্যাভিলিয়নের তালিকায় রয়েছে তাম্রলিপি, কাকলী প্রকাশনী, পাঠক সমাবেশ, পুঁথিনিলয়, সময়, মিজান পাবলিশার্স, চারুলিপি, জিনিয়াস পাবলিকেশন, নালন্দা, পার্ল পাবলিকেশন, বিশ্ব সাহিত্য ভবন ও শব্দ শৈলী।
এছাড়াও বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে প্রকাশনা জগতে দালাল প্রকাশক হিসেবে পরিচিত আগামী প্রকাশনী, অন্য প্রকাশ ও অনুপম প্রকাশনীর প্যাভিলিয়ন সাইজ ২৪/২৪ থেকে কমিয়ে ২০/২০ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি।
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সরকার আমিন, কবি ও সাংবাদিক আবদুল হাই শিকদার, জাতীয় কবিতা পরিষদের আহবায়ক কবি মোহন রায়হান, প্রকাশক প্রতিনিধি সাঈদ বারী, মো. গফুর হোসেন, আবুল বাশার ফিরোজ, আরিফুর রহমান নাইম, মাহবুব রাহমান, মো. জহির দীপ্তি প্রমুখ।
সভায় নতুন প্রকাশনা সংস্থা অন্তর্ভুক্তির ঘোষণা দেয়া হয়। একাডেমি সূত্রে জানা গেছে, এবার মেলায় ১০০টি নতুন প্রকাশনা সংস্থা যুক্ত হচ্ছে। এর ফলে মেলার পরিধি আরও বাড়বে।
জুলাই বিপ্লবের স্মরণে দালাল প্রকাশকদের বয়কটের দাবিতে বিভিন্ন প্রকাশক সংগঠনগুলো আন্দোলন চালিয়ে আসছিল। আন্দোলনের নেতৃত্ব দেয়া বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হাসান বলেন, এটা আমাদের সম্মিলিত বিজয়। তবে আগামী প্রকাশনী, অন্যপ্রকাশ ও অনুপমের মতো বড় দালালদের পুরোপুরি বর্জনের দাবি থেকে আমরা সরে আসবো না।
বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ইকবাল হোসেন সানু বলেন, স্টল ভাড়া কমানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। স্টল ভাড়া কমানোর জয় নিয়ে আমরা ঘরে ফিরব।
এবার মেলায় অংশগ্রহণকারী প্রকাশনার সংখ্যা ৫০০ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এক ইউনিটে ১৬৬টি, দুই ইউনিটে ১৬৫টি, তিন ইউনিটে ৫০টি ও চার ইউনিটে ২৫টি প্রতিষ্ঠান থাকছে। বড় প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর জন্য প্যাভিলিয়ন থাকবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।