Apan Desh | আপন দেশ

না ফেরার দেশে জাতীয় কবির নাতি বাবুল কাজী 

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৯, ১৯ জানুয়ারি ২০২৫

না ফেরার দেশে জাতীয় কবির নাতি বাবুল কাজী 

বাবুল কাজী

রাজধানীর বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী। রোববার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৯ বছর। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাবুল কাজীর বোন খিলখিল কাজী। আজ রাতেই মরদেহ বনানীর বাসায় নেয়া হচ্ছে। আগামীকাল সোমবার  বাদ যোহর গুলশান সোসাইটি মসজিদে নামাজে জানাযা শেষে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে। জানিয়েছে প্রয়াতের পারিবারিক সূত্র। 

প্রসঙ্গত, শনিবার (১৮ জানুয়ারি) ভোর সাতটায় বনানীর নিজ বাসার বাথরুমে অগ্নিদগ্ধ হওয়ার পর বাবুল কাজীকে রাজধানীর বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায় স্বজনরা। তার চিকিৎসায় ১৬ সদস্যের একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়। মেডিকেল সূত্র জানায়, শরীরের প্রায় ৭৪ শতাংশ অগ্নিদগ্ধ হয়েছিল। দ্রুত  অবস্থার অবনতি হওয়ার পর তাকে আইসিইউতে নেয়া হয়।  আর সেখানেই রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি মৃত্যু বরণ করেন।  

স্বাধীনতার পর কাজী নজরুলকে যখন এদেশে আনা হয় তখন পরিবারের সঙ্গে বাবুল কাজীও আসেন। তিনি নজরুলের পুত্র আবৃত্তিকার কাজী সব্যসাচীর ছেলে। খিলখিল কাজী ও মিষ্টি কাজী তার বড় দুই বোন। বাবুল কাজী পেশায় গার্মেন্টস ব্যবসায়ি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়