ফাইল ছবি
এবারের বাংলা অ্যাকাডেমি সাহিত্য পুরস্কারের জন্য ১০ জনের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ২০২৪ সালের পুরস্কারের জন্য এ তালিকা প্রকাশ করা হয়। এবার ১০ বিভাগে ১০ জনকে এ পুরস্কার দেয়া হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বাংলা অ্যাকাডেমি।
প্রতি বছর বাংলা সাহিত্যের ১১টি শাখায় এ পুরস্কার প্রদান করা হতো। প্রতিটি পুরস্কারের মূল্যমান তিন লাখ টাকা। তবে এবার ১০টি শাখায় এ পুরস্কার প্রদান করা হয়। বাদ পড়েছে বঙ্গবন্ধু বিষয়ক গবেষণায়।
রীতি অনুযায়ী, প্রতি বছর মাসব্যাপী আয়োজিত অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ পুরস্কার প্রদান করেন।
এবার পুরস্কার প্রাপ্তরা হলেন- কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ/গদ্যে সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হাননান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।