Apan Desh | আপন দেশ

বাংলা অ্যাকাডেমি ‘বঙ্গবন্ধু বিষয়ক গবেষণা’ সাহিত্য পুরস্কার বাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩১, ২৩ জানুয়ারি ২০২৫

আপডেট: ২১:৪৩, ২৩ জানুয়ারি ২০২৫

বাংলা অ্যাকাডেমি ‘বঙ্গবন্ধু বিষয়ক গবেষণা’ সাহিত্য পুরস্কার বাদ

ফাইল ছবি

এবারের বাংলা অ্যাকাডেমি সাহিত্য পুরস্কারের জন্য ১০ জনের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ২০২৪ সালের পুরস্কারের জন্য এ তালিকা প্রকাশ করা হয়। এবার ১০ বিভাগে ১০ জনকে এ পুরস্কার দেয়া হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বাংলা অ্যাকাডেমি।

প্রতি বছর বাংলা সাহিত্যের ১১টি শাখায় এ পুরস্কার প্রদান করা হতো। প্রতিটি পুরস্কারের মূল্যমান তিন লাখ টাকা। তবে এবার ১০টি শাখায় এ পুরস্কার প্রদান করা হয়। বাদ পড়েছে বঙ্গবন্ধু বিষয়ক গবেষণায়।

রীতি অনুযায়ী, প্রতি বছর মাসব্যাপী আয়োজিত অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ পুরস্কার প্রদান করেন।

এবার পুরস্কার প্রাপ্তরা হলেন- কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ/গদ্যে সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হাননান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়