Apan Desh | আপন দেশ

সাহিত্য রসিক ইহসানুল আজিজের রিভিউ ‘পঞ্চভূত’

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৭:১২, ১১ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৭:১৭, ১১ ফেব্রুয়ারি ২০২৫

সাহিত্য রসিক ইহসানুল আজিজের রিভিউ ‘পঞ্চভূত’

ছবি: আপন দেশ

কথাশিল্পী আব্দুল মাজেদের গল্পগ্রন্থ পঞ্চভূত নিয়ে সাহিত্য রসিক ইহসানুল আজিজ তার ফেসবুক টাইমলাইনে এক প্রশংসাসূচক রিভিউ প্রকাশ করেছেন। অমর প্রকাশনী থেকে প্রকাশিত এ বইটি সম্পর্কে তিনি লেখেন, এটি অত্যন্ত সুখপাঠ্য ও রম্যরসে পরিপূর্ণ একটি গ্রন্থ। যেখানে লেখক জীবনের বাস্তব অভিজ্ঞতাকে হাস্যরসের মোড়কে তুলে ধরেছেন।

রিভিউতে আজিজ উল্লেখ করেন, বইটির প্রতিটি গল্পেই আছে কৌতুকরসের চমৎকার প্রয়োগ। যা পাঠককে হাসানোর পাশাপাশি ভাবতেও বাধ্য করে। বিশেষ করে করুণ চন্দ্রবিন্দু, বোতল ভূত, রেস্ট হাউজের এক রাত, জ্যোতিষ সম্রাটের ফাঁদে, উদর পিণ্ডি বুধোর ঘাড়ে—এ গল্পগুলো তিনি বিশেষভাবে উপভোগ করেছেন। তিনি লেখকের লেখায় সৈয়দ মুজতবা আলীর রম্যরসের ছোঁয়া দেখতে পেয়েছেন বলে মন্তব্য করেন।

লেখকের সাহিত্যপাঠ ও গবেষণার গভীরতা নিয়েও আজিজ প্রশংসা করেন। তিনি লেখকের কিছু গল্পের পরিণতির সঙ্গে সৈয়দ মুজতবা আলীর গল্পের দার্শনিক সমাপ্তির তুলনা করেন। উদাহরণ হিসেবে করুণ চন্দ্রবিন্দু গল্পের শেষ বাক্য উদ্ধৃত করেন। যা শিক্ষার মান ও প্রশাসনিক জটিলতার করুণ অবস্থার প্রতিফলন ঘটায়।

তবে তিনি ছোটগল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নাহি বর্ণনার ছটা’ নীতির আলোকে লেখকের কিছুটা ঘাটতির কথা উল্লেখ করলেও সামগ্রিকভাবে পঞ্চভূত গ্রন্থটিকে পাঠকের জন্য আকর্ষণীয় ও সমৃদ্ধ বলে অভিহিত করেন।

লেখক ইতোমধ্যে বেশ কয়েকটি সাহিত্য পুরস্কার অর্জন করেছেন। ভবিষ্যতে তার সাহিত্যচর্চা আরও প্রসার লাভ করবে বলে আশা প্রকাশ করেন ইহসানুল আজিজ।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়