Apan Desh | আপন দেশ

বইমেলায় সাড়া জাগিয়েছে ‘মেরুকরণের রাজনীতি: শাহবাগ-শাপলা বিতর্ক’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২১:২৬, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

বইমেলায় সাড়া জাগিয়েছে ‘মেরুকরণের রাজনীতি: শাহবাগ-শাপলা বিতর্ক’

সাংবাদিক এ এইচ এম ফারুক

অমর একুশে বইমেলায় প্রথমবারেই সাড়া  জাগিয়েছে সাংবাদিক এ এইচ এম ফারুকের ‘মেরুকরণের রাজনীতি: শাহবাগ-শাপলা বিতর্ক’ বইটি। অপরাধ বিষয়ক বিটের সিনিয়র এ সাংবাদিকের বইয়ে দেশের রাজনীতির নানা মেরুকরণ উঠে এসেছে। বিশেষ করে আওয়ামী লীগ-বিএনপিসহ ডান-বাম দুই শিবিরের তর্কিত-বিতর্কিত বিভিন্ন বিষয়ে চুলচেরা বিশ্লেষণাত্বক আলোচনা উঠে এসেছে।

দেশের রাজনৈতিক সংকট, সংবিধান সংস্কার, সংশোধন এবং বিতর্ক ছাড়াও বিদগ্ধজনদের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের অনেক অজানা তথ্য এ বইয়ে তুলে এনেছেন সিনিয়র এ সাংবাদিক। বইয়ের প্রচ্ছদ করেছেন- মো. পিয়াল হোসেন।

দেশবরেণ্য ২৫ গুরুত্বপূর্ণ ব্যক্তির বিভিন্ন ইস্যুতে চুলচেরা বিশ্লেষণের ইন্টারভিউ ভিত্তিক ৩১২ পৃষ্ঠার বইটি প্রথমবারের মতো এসেছে অমর একুশে বইমেলায়। বিশেষ ছাড়ে বইটির বিক্রয় মূল্য রাখা হয়েছে, ৪০০-৪৫০ টাকা। বইটি আল হামরা প্রকাশনীতে (উদ্যানের স্টল নং ৬৯৩-৯৪) পাওয়া যাচ্ছে।

যারা শাহবাগ-শাপলা বিতর্কসহ বাংলাদেশের রাজনৈতিক সংকট ও প্রেক্ষাপট নিয়ে গভীরভাবে জানতে চান, তাদের জন্য এ বই হতে পারে অপরিহার্য এক সংগ্রহ। এ বইয়ে দেশের নির্বাচন ব্যবস্থায় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে আছে চুল চেরা বিশ্লেষণ। তেমনি শাহবাগ গণজাগরণ মঞ্চ এবং বিপরীতে মতিঝিল শাপলাচত্ত্বরে হেফাজতে ইসলামের অবস্থান ঘিরে দুই শিবিরে দেশের ইতিহাসের যে মেরুকরণ তৈরি হয়েছিল সেসব বিষয়ে আলোচনা এসেছে।

এছাড়া প্রশ্নের পর প্রশ্নের মাধ্যমে বাংলাদেশের এবং বৈশ্বিকভাবে ইসলামি রাজনীতি ও বাম রাজনীতির গতিপ্রকৃতি নিয়ে দুই শিবিরের বুদ্ধিজীবীদের সুন্দর মতামত তুলে আনা হয়েছে। বাদ যায়নি প্রতিবেশী ভারত-মিয়ানমারের সঙ্গে সম্পর্ক। এছাড়া দেশের আলোচিত ও রহস্যে ঘেরা পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গও। 

বইটিতে সাক্ষাৎকার স্থান পেয়েছে, বিডিআরের সাবেক আলোচিত মহাপরিচালক মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমান, কবি-প্রাবন্ধিক ও গবেষক কমরেড ফরহাদ মযহার, গণস্বাস্থের ট্রাস্টি ও বীর মুক্তিযোদ্ধা (প্রয়াত) ডা. জাফরুল্লাহ চৌধুরী, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম শাখাওয়াত হোসেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এম. শাহিদুজ্জামান, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ইসলামি আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি ফয়জুল করিম, জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের, ইতিহাসবিদ ও গবেষক অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হেসেন, পার্বত্য চট্টগ্রামের গুরুত্বপূর্ণ নেতা ওয়াদুদ ভূইয়া, বাসদের প্রতিষ্ঠাতা কমরেড খালেকুজ্জামান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সুশাসনের জন্য নাগরিক-সুজনের সভাপতি এম হাফিজ উদ্দিন খান, সংবিধান বিশেষজ্ঞ ড. তুহিন মালিক, রাজনৈতিক ভাষ্যকার হিসেবে পরিচিত সমাজবিজ্ঞানী (প্রয়াত) ড. পিয়াস করিম, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, মেজর জেনারেল (অব.) সৈয়দ ইব্রাহিম বীর প্রতিক, বাসদ নেতা কমরেড রাজেকুজ্জামান রতন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, আলোচিত সাবেক এমপি গোলাম মাওলা রনি, নগর পরিকল্পনাবিদ ও বীর মুক্তিযোদ্ধা স্থপতি মোবাশ্বের হোসেন (প্রয়াত), সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ এ. আরাফাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন প্রমুখ।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়