
ছবি: আপন দেশ
অমর একুশে বইমেলা ২০২৫-এ গুরুত্বপূর্ণ দুটি সাহিত্যের মোড়ক উন্মোচন করলো উত্তরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমির বই উন্মোচন মঞ্চে অনুষ্ঠিত এ মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষার্থী ও সাহিত্য অনুরাগীরা।
বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. এম আজিজুর রহমানের রচিত ডিপ ইনসাইড ও উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখার সম্পাদিত সাহিত্য পত্রিকা ‘লেখনী’ উন্মোচিত হয়। এ প্রকাশনাগুলো একাডেমিক ও সাহিত্য জগতে গুরুত্বপূর্ণ সংযোজন, যা জ্ঞান ও সৃজনশীল প্রকাশনার ক্ষেত্রে উত্তরা বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতি তুলে ধরবে বলে মনে করছেন উপাচার্য ইয়াসমীন আরা লেখা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য মহামারী বিশেষজ্ঞ ও বিআইআরপিইআরআইটি-এর প্রতিষ্ঠাতা পরিচালক ড. হালিদা হানুম আখতার। তিনি লেখকদের মূল্যবান অবদানের জন্য অভিনন্দন জানান ও সাহিত্য ও একাডেমিক চর্চায় এমন প্রকাশনার গুরুত্ব তুলে ধরেন।
উত্তরা ইউনিভার্সিটি সর্বদা সাহিত্য, গবেষণা ও একাডেমিক বিষয়ে সফলতা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোস্বামী, বিভিন্ন বিভাগের ডীন, চেয়ারম্যান, বিপুল সংখ্যক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যা এ আয়োজনকে আরো সুন্দর, স্মরণীয় ও অনুপ্রেরণাদায়ক করে তোলে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।