Apan Desh | আপন দেশ

সোনালী ঈদ

প্রকাশিত: ১৩:৩৯, ৩১ মার্চ ২০২৫

সোনালী ঈদ

ফাইল ছবি

সোনালী ঈদ

কবি: আলী আকবর বাবুল

নতুন নোটের মতো ঈদানন্দে কেটেছে শৈশব,

লাল টুকটুকে জামা, জুতো, চশমায় রঙিন সব।

সকাল বেলা মায়ের হাতে সুগন্ধি আতর,

নতুন পাঞ্জাবিতে বাবার হাসির প্রখর।

ঈদগাহ মাঠে জমে উঠত ছেলেবেলার সারি,

দোয়া শেষে হাত মিলিয়ে বন্ধুত্বের ফেরি।

সেমাই, ফিরনি, রঙিন রুহ আফজা,

মিষ্টি মায়ের রান্নায় ছিল স্বাদের মহোৎসব।

পাড়া-মহল্লায় ঘুরে বেড়ানো বাঁধাহীন প্রাণ,

খালামণির সালামি পেয়ে খুশির পরান।

সন্ধ্যার আকাশে ফানুস উড়ে রঙিন আলো,

সোনালি ঈদ ছিল স্বপ্নের মতো ভালো।

চাচা-মামার হাতভর্তি টাকার মিষ্টি ছোঁয়া,

নতুন খেলনার দোকানে দৌড় দিতাম বোঝা!

নদীর পাড়ে নৌকা ভ্রমণ, রঙিন ঘুড়ির খেলা,

তপ্ত দুপুরে গল্প জমত আমতলার মেলা।

আকাশে চাঁদের আলোয় ঝলমল করত রাত,

সোনালি স্মৃতির পাতায় রয়ে গেছে প্রভাত।

সেই সোনালি ঈদ, সেই শৈশবের সুখ,

হৃদয়ে বাজে আজও সেই খুশির মুখ।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়