
ছবি: আপন দেশ
ভারতের কলকাতায় ‘সেরা বাঙালি সম্মাননা ২০২৫’-এ ভূষিত হয়েছেন বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মো. তারিকুল ইসলাম ভূঁইয়া। তিনি তারিক চয়ন নামে পরিচিত।
সোমবার (১৪ এপ্রিল) মধ্যমগ্রামের নজরুল শতবার্ষিকী সদনে ‘আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্র’-এর আয়োজনে অনুষ্ঠিত এক সাহিত্য উৎসবে তাকে এ সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানে ‘দুই হাজার বছরের সর্ববৃহৎ কাব্যগ্রন্থ’-এর মোড়ক উন্মোচনের পাশাপাশি ১০ জন গুণী বাঙালিকে সম্মাননা দেয়া হয় বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজে অবদানের স্বীকৃতিস্বরূপ।
তারিক চয়নের সম্মাননার পেছনে তাঁর কূটনৈতিক দায়িত্বে দক্ষতা, সাহিত্য-সংস্কৃতির প্রচারে উদ্যোগ ও দুই বাংলার মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধনে অনন্য ভূমিকার কথা উল্লেখ করা হয়।
সম্মাননা বিবৃতিতে বলা হয়, প্রবাসে বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতির প্রচারে তার নিষ্ঠা, প্রজ্ঞা ও নেতৃত্ব দুই বাংলার মধ্যে সহযোগিতার এক উজ্জ্বল উদাহরণ স্থাপন করেছে।
তাকে ছাড়াও সম্মানিত হয়েছেন সুরথ চক্রবর্তী, তপন বন্দ্যোপাধ্যায়, রাজীব সেন, ড. চন্দ্রচূড় গোস্বামী, প্রদীপ কুমার বসু, মল্লার ঘোষ, কার্তিক দেবনাথ, সুভাস সিংহ রায় ও প্রবীর কুমার বিশ্বাস।
দেশ-বিদেশের সাহিত্যিক, শিল্পী ও সমাজকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মনোমুগ্ধকর সাহিত্য উৎসবে পরিণত হয়। সমাপ্তি ঘটে এক সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।