বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, চার দিনের সম্মেলনে তিন হাজার ১০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। বিনিয়োগ সম্মেলনে খরচ হয়েছে প্রায় ৫ কোটি টাকা। এর মধ্যে সরকারের খরচ হয়েছে ১ কোটি ৪৫ লাখ টাকা। সামিটে এসেই বিনিয়োগকারীরা বিনিয়োগের ঘোষণা দিয়ে দেবেন, বিষয়টি এমন নয় জানিয়ে আশিক চেীধুরী বলেন, এটাকে সামিটের সফলতা হিসেবে দেখার সুযোগ নেই। সামিটের খরচ দিয়ে বিনিয়োগের পরিমাণ বিচার করলে হবে না।