বর্তমান সংবিধানের অধীনে গড়ে ওঠা অন্তর্বর্তী সরকার বৈধ নয় মন্তব্য করেছেন, চিন্তাবিদ ও কলামিস্ট ফরহাদ মাজহার। তবে, এ সরকারের প্রতি বরাবরই তার সমর্থন থাকবে বলে জানান তিনি। ফরহাদ মাজহার বলেন, সংবিধান মানেই হচ্ছে ঔপনিবেশিক শাসক। আপনি লুটেরা মাফিয়া শ্রেণির পক্ষে, আপনি একটা শাসনতন্ত্র বানাবেন। একটা আইন দিয়ে গরিবদেরকে শোষণ করবেন। সাধারণ মানুষকে শোষণ করবেন। আগের মতোই চলবেন। আর গঠনতন্ত্র মানে জনগণ নিজেরা অংশগ্রহণ করে।