Apan Desh | আপন দেশ
গণমাধ্যম সংস্কারে বেকার হবেন হাজারো সংবাদকর্মী

গণমাধ্যম সংস্কারে বেকার হবেন হাজারো সংবাদকর্মী

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন হলে দেশের হাজারো সাংবাদিক বেকার হয়ে পড়বেন। ক্ষতিগ্রস্ত হবেন বিনিয়োগকারীরাও। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গণমাধ্যম সংশ্লিষ্টরা। তাদের মতে, কমিশনের প্রস্তাব বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বরং একতরফা কিছু সুপারিশের মাধ্যমে নির্দিষ্ট একটি মিডিয়া গ্রুপকে টার্গেট করা হয়েছে। বিশেষ করে ‘ওয়ান মিডিয়া, ওয়ান হাউস’ শ্লোগানের আড়ালে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের একাধিক সফল মাধ্যমকে ‘ঘায়েল’ করাই উদ্দেশ্য বলেই মনে হচ্ছে। দেশের অন্যতম শীর্ষ ও বৃহৎ পাঠকভিত্তির এ গ্রুপে বিপুলসংখ্যক কর্মীর কর্মসংস্থান হয়েছে।

রমজানের সময় সূচি
সময় ঘন্টা মিনিট সেকেন্ড

ঢাকা, ০৮ এপ্রিল ২০২৫

shwapno
Header Advertisement
Shopno
মার্চে রেমিট্যান্স এলো ৩২৯ কোটি ডলার

মার্চে রেমিট্যান্স এলো ৩২৯ কোটি ডলার

ঈদুল ফিতরকে কেন্দ্র করে গত মাসে দেশে বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এতে মার্চ মাসে দেশে এসেছে ৩২৯ কোটি ডলার প্রবাসী আয়। যা দেশের ইতিহাসে যে কোনো মাসে সর্বোচ্চ। রোববার (০৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মার্চে দেশে রেমিট্যান্স এসেছে ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৪০ হাজার ১৩৮ কোটি টাকা। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১৯৯ কোটি ৭০ লাখ ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৬৪ দশমিক ৭০ শতাংশ।

Header Advertisement

অনলাইন জরিপ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমান বলেছেন, ‘বর্তমানে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা হয়েছে, যা রাজনৈতিক উদ্দেশ্যমূলক।’ আপনিও কি তাই মনে করেন?

Header Advertisement
Header Advertisement
Header Advertisement