গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন হলে দেশের হাজারো সাংবাদিক বেকার হয়ে পড়বেন। ক্ষতিগ্রস্ত হবেন বিনিয়োগকারীরাও। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গণমাধ্যম সংশ্লিষ্টরা। তাদের মতে, কমিশনের প্রস্তাব বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বরং একতরফা কিছু সুপারিশের মাধ্যমে নির্দিষ্ট একটি মিডিয়া গ্রুপকে টার্গেট করা হয়েছে। বিশেষ করে ‘ওয়ান মিডিয়া, ওয়ান হাউস’ শ্লোগানের আড়ালে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের একাধিক সফল মাধ্যমকে ‘ঘায়েল’ করাই উদ্দেশ্য বলেই মনে হচ্ছে। দেশের অন্যতম শীর্ষ ও বৃহৎ পাঠকভিত্তির এ গ্রুপে বিপুলসংখ্যক কর্মীর কর্মসংস্থান হয়েছে।