ফিলিস্তিনে নির্বিচারে, পাখির মতোই তো মানুষ মারছে দখলদার ইসরায়েল। সারা বিশ্বে আজ পালিত হচ্ছে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’। এবার গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েত কর্মসূচির ঘোষণা করা হয়েছে। সোমবার (০৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ কর্মসূচির ঘোষণা দেন মাওলানা মিজানুর রহমান আজহারি। ভিডিও বার্তায় আজহারি বলেছেন, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েতের আয়োজন করা হচ্ছে।