সরকারের কর্মকান্ড নিয়ে মানুষের মধ্যে ধোয়াশা তৈরী হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রশাসনের বিভিন্নস্তরে ফ্যাসীবাদের দোসররা অবস্থান করছে। সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। কিন্তু আমরা জেনেছি বিএনপির গন্ধ পেলেই প্রশাসন থেকে সঙ্গে সঙ্গে সরিয়ে দেয়া হচ্ছে। তারমানে কোনো একটা বিশেষ এজেন্ডা, নকশার মধ্য দিয়ে এ সরকার চলছে? এটাই আজকে মানুষের কাছে বড় প্রশ্ন, এ নিয়ে মানুষের মধ্যে ধোয়াশার তৈরী হচ্ছে।