জাতিসংঘ ও বিশ্ব জনমত উপেক্ষা করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। দখলদার বাহিনীর হামলায় গত ২৪ ঘন্টায় ভূখণ্ডটিতে আরও ৩৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নৃশংস এ হামলায় আহত হয়েছেন আরও অনেকে। সোমবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী অবরুদ্ধ গাজায় দিনভর হামলা চালিয়ে আরও ৩৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে।