ইন্ডিয়ায় সাম্ভাল মসজিদে সাম্প্রদায়িক উত্তেজনা শুরু হয়েছে। রোববার (২৪ নভেম্বর) সকালে আদালতের নির্দেশে মুঘল আমলের এ জামে মসজিদে জরিপ চালাতে যায় কর্মকর্তারা। এ জরিপকে কেন্দ্র করে স্থানীয় মুসলি ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশের গুলিতে প্রাণ হারান তিনজন। এ ছাড়া আহত হয়েছেন ৩০ জন পুলিশ। ইন্ডিয়ার সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, এ মসজিদকে ঘিরে অনেকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় অনেকের দাবি, মধ্যযুগে হিন্দু মন্দির ছিল এখানে। সেখানে মসজিদ তৈরি করেন সম্রাট বাবর। এ বিষয় নিয়ে আদালতে একটি মামলা চলছে। সে মামলার অংশ হিসেবেই জরিপ করতে যায় দলটি।