বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু হয়েছিল ২০২১ সালে। চার বছর কেটে গেলেও বিশ্বজুড়ে বহুল পরিচিত এ মাঠ এখনও প্রস্তুত হয়নি। নানা সময়ে সংস্কারব্যয় বৃদ্ধি হলেও, নির্ধারিত সময়ে কাজ শেষ হচ্ছে না। ফলে স্টেডিয়ামটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) হস্তান্তরের সময়সীমা আরো ছয় মাস বাড়িয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। সম্প্রতি পরিকল্পনা কমিশন এ সিদ্ধান্ত অনুমোদন করেছে। দেশের প্রধান বহুমুখী ক্রীড়া ভেন্যুটি ২০২১ সালের সেপ্টেম্বর থেকে ৯৮.৩৫ কোটি টাকা ব্যয়ে সংস্কারের কাজ শুরু করে।