ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ। বুধবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাণিজ্য মেলার ২৯তম আসরের উদ্বোধন উপলক্ষ্যে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা। বাণীতে তিনি বলেন, দেশীয় পণ্যসামগ্রী বিদেশি ক্রেতাদের সামনে তুলে ধরতে, পণ্য বহুমুখীকরণ, বিদেশি বিনিয়োগ আকৃষ্টকরণ ও দেশের সার্বিক উন্নয়নে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।