ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা দেওয়ান চৌধুরী এখন দেশের ফুটবলের নতুন তারকা। প্রবাসী এ ফুটবলারকে নিয়ে দেশের মানুষের প্রত্যাশা আকাশ ছোঁয়। তিনি আসবেন, খেলবেন, জয় করবেন। লাল-সবুজের ভক্তদের একটা বড় অংশের প্রত্যাশা অনেকটা এমনই। হয়তো হামজা নিজেও মুখিয়ে আছেন নতুন পরিচয়ে নতুন কিছু করে দেখানোর জন্য। সে আশা রেখেই দেশে পা রেখেছেন হামজা।