উচ্চ মূল্যস্ফীতিকে বলা হয় অর্থনীতির নীরব ঘাতক। এ ঘাতক কতটা নির্মম হতে পারে, নিম্নআয়ের মানুষেরা তা হাড়ে হাড়ে টের পান। মূল্যস্ফীতির চাপে নিষ্পেষিত হচ্ছে দেশের সাধারণ মানুষ। নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষের স্বল্প আয়ের বড় অংশ চলে যাচ্ছে খাদ্যের পেছনে। সবচেয়ে বেশি বিপাকে ফেলেছে চাল ও তেল। শীতকালীন সবজিতে এখন বাজার ভরপুর। তাই দাম কিছুটা কম। সবজি ছাড়া আর কোনো নিত্যপণ্যের দাম ক্রেতার নাগালের মধ্যে নেই। আমনের ভরা মৌসুমেও বেড়েছে চালের দাম। মাছ, মুরগি ও মাংস সবকিছুরই দাম রীতিমতো আকাশচুম্বি।