গত দুই বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ উচ্চ মূল্যস্ফীতির কশাঘাতে জর্জরিত। কোনো উদ্যোগেই মূল্যস্ফীতির লাগাম টানা যাচ্ছিল না। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় অধিকাংশ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছিল। অবশেষে এটি কমতে শুরু করেছে। খাদ্য পণ্যে যে মূল্যস্ফীতি কমেছে, তার প্রতিফলন বাজারেও দেখা গেছে। রোজার প্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজারে স্থিতিশীল রয়েছে খেজুর, ছোলা, চিড়া, মুড়ি, গুড় প্রভৃতি পণ্যের দাম। তবে রোজার আগে ঊর্ধ্বমুখী ছিল লেবুর দাম। হালিতে বেড়েছিল কয়েকগুণ।