যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড বাংলাদেশের ‘স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ (এসপিএল)’ প্রকল্পে ২৯ মিলিয়ন ডলার অর্থায়ন করেছে। তবে এ তহবিল কে বা কারা পেয়েছে, তা নিয়ে বিতর্ক চলছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ওয়াশিংটন ডিসিতে গভর্নর ওয়ার্কিং সেশনস অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বাংলাদেশের একটি ফার্ম মাত্র দুইজন কর্মী নিয়ে এ বিশাল তহবিল পেয়েছে। এর পর থেকেই বিষয়টি আলোচনায় আসে।