Apan Desh | আপন দেশ

এবার কালবেলা থেকেও আবেদ খানের বিদায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫১, ৪ নভেম্বর ২০২৩

আপডেট: ২১:৫৮, ৪ নভেম্বর ২০২৩

এবার কালবেলা থেকেও আবেদ খানের বিদায়

আবেদ খান

দৈনিক কালবেলা থেকেও বিদায় নিতে হলো প্রধান সম্পাদক আবেদ খানকে। আজ শনিবার (৪ নভেম্বর) পত্রিকাটির প্রিন্টার্স লাইন থেকে তার নাম বাদ দেয়া হয়েছে। 

সম্প্রতি প্রকাশিত একটি আর্টিকেলকে ঘিরে বিতর্কের মুখে তাকে কালবেলা থেকে সরিয়ে দেয়া হয় বলে জানা গেছে।

পত্রিকাটি সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর ‘আসছে মার্কিনি ঝড়’ শিরোনামে প্রধান সম্পাদক আবেদ খানের একটি আর্টিকেল কালবেলায় প্রকাশিত হয়। এটি পরে সারা দেশে আলোচনা ও বিতর্কের জন্ম দেয়। পরে প্রতিষ্ঠান সিদ্ধান্ত নেয় এই সংবাদের সত্যতার জন্য অন্তত একমাস অপেক্ষা করবে। যদিও আবেদ খান দাবি করেছিলেন, মাত্র এক সপ্তাহের মধ্যে আসছে ‘মার্কিনি ঝড়’।

আরও পড়ুন<<>> জালিয়াতি করে সরকারি বাড়ি দাবির অভিযোগে দণ্ডিত আবেদ খান

এ ব্যাপারে আরও জানা যায়, আর্টিকেলটি নিয়ে সম্পাদক সন্তোষ শর্মার সঙ্গে তিনি ঝামেলায় জড়ান। এরপর কালবেলা থেকে আবেদ খানকে পদত্যাগ করতে বলা হলেও তিনি সে আদেশ মেনে নেননি। ফলে বাধ্য হয়েই প্রতিষ্ঠান তাকে সরিয়ে দেয়।

আবেদ খান এর আগে কালেরকণ্ঠ, যুগান্তর পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন। দুই পত্রিকা থেকেই তাকে বাদ দেয়া হয়।

কালবেলায়ে আবেদ খানের সেই আর্টিকেল পড়তে ক্লিক করুন এখানে

আপন দেশ/ পলাশ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়