Apan Desh | আপন দেশ

জাতীয় প্রেস ক্লাবে আনন্দঘন পিঠা উৎসব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫০, ২৭ জানুয়ারি ২০২৪

আপডেট: ১৪:২৬, ২৭ জানুয়ারি ২০২৪

জাতীয় প্রেস ক্লাবে আনন্দঘন পিঠা উৎসব

ছবি : আপন দেশ

আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো জাতীয় প্রেসক্লাবে পিঠা উৎসব। রকমারি পিঠা পরিবেশনের সঙ্গে ছিল লোকো গানের জমজমাট আসর। ক্লাবের সদস্য ও তাদের পরিবারের জন্য সকাল থেকে দুপুর নাগাদ এ উৎসবের আয়োজন করা হয়। 

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি বলেন, জাতীয় প্রেসক্লাব প্রতি বছরই পিঠা ও বাউল গানের উৎসব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারো এ আয়োজন।

ক্লাব সদস্য ও তাদের পরিবারবর্গকে স্বাগত এবং শুভেচ্ছা জানান সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। তিনি বলেন, শীতকালে পিঠা খাওয়া আবহমান বাংলার ঐতিহ্য। এ ঐতিহ্য অনুসরণে জাতীয় প্রেসক্লাব বরাবরই অগ্রগামী ভূমিকা পালন করে। ক্লাবের সদস্যদের জন্য তাই পিঠা উৎসবের আয়োজন করা হয়। উৎসবকে আনন্দঘন পরিবেশে রূপ দেয়ার জন্য আমি ক্লাবের সদস্য ও তাদের পরিবারবর্গকে আন্তরিক শুভেচ্ছা জানাই।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাংস্কৃতিক উপ-কমিটির আহবায়ক সীমান্ত খোকন।

জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, ব্যবস্থাপনা কমিটি সদস্য কাজী রওনাক হোসেন, শাহনাজ সিদ্দীকি সোমা, কল্যাণ সাহা ও মোহাম্মদ মোমিন হোসেন উপস্থিত ছিলেন।

শীতের সকালে ক্লাব চত্ত্বরে পিঠা খাওয়ার ধুম পড়ে। অন্যদিকে চলে বাউল গান। জাতীয় প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা পিঠা খাওয়ার পাশাপাশি উপভোগ করেন বাউল শিল্পীদের মন রাঙানো গান।

উৎসবে ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা পিঠা, মালপোয়া, লবঙ্গ লতিকা, ক্ষীরক কুলি পিঠা, নকশী পিঠা, পাকন পিঠা, সুন্দরী পাকুনসহ নানা ধরনের দেশীয় পিঠা স্থান পায়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাবের কাবাব চত্বরে এ উৎসব চলে।

এসময় বাউল গান পরিবেশন করেন সমীর বাউল, সরদার হীরক রাজা, লুবনা ইয়াসমিন দোয়েল, শেখ সুলতানা, লামিয়া মুসকানসহ আরও অনেকে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়