ফাইল ছবি
কল্যাণ ট্রাস্ট থেকে ২ কোটি ৩ লাখ টাকা পাচ্ছে সাংবাদিক। ইতোমধ্যে অর্থ ছাড়ের অনুমোদন দিয়েছে তথ্য প্রতিমন্ত্রী। শিগগিরই অনুদানের চেক বিতরণ করা হবে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিকদের ২ কোটি ৩ লাখ টাকা অনুমোদন দিয়েছে সরকার। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ২৬৩ সাংবাদিক ও পরিবার এ অর্থ পাবেন। ২০২৩-২৪ অর্থবছরে দ্বিতীয় পর্যায়ে এ কল্যাণ অনুদানের অনুমোদন দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এ সংক্রান্ত নথিতে স্বাক্ষর করেন।
আরও পড়ুন>> গণমাধ্যমকর্মীদের চাকরি নিয়ে নির্দেশনা আসছে
এর আগে, চলতি অর্থবছরে প্রথম পর্যায়ে ২৩৬ জন সাংবাদিক ও পরিবারকে ১ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা অনুদান দেয়া হয়। এ পর্যন্ত ট্রাস্ট থেকে ৩ হাজার ৯৩২ জন সাংবাদিক ও পরিবারের ৩৩ কোটি ৭৪ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে।
উল্লেখ্য, সাংবাদিকদের কল্যাণে ২০১৪ সালে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়। এপর ২০১৫-১৬ অর্থবছর থেকে কল্যাণ ট্রাস্ট দুস্থ, অস্বচ্ছল, দুর্ঘটনায় আহত সাংবাদিক, মৃত সাংবাদিক পরিবারকে আর্থিক সহায়তা দিয়ে আসছে।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।