ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ১০ম ওয়েজ বোর্ড গঠনের দাবি জানিয়েছে সাংবাদিক, শ্রমিক-কর্মচারী নেতারা। সকল ইলেক্ট্রনিক মিডিয়ায় অভিন্ন বেতন কাঠামো প্রদান, ৯ম ওয়েজ বোর্ড রোয়েদাদের বকেয়া পরিশোধের জন্য আহ্বান জানান।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সমাবেশ করে।
বিএফইউজে সভাপতি ওমর ফারুক সভাপতিত্ব করেন। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৭ ফেব্রুয়ারি বেলা ১১টায় সমাবেশ আহবান করেন। পরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়ার কর্মসূচি দেন। এছাড়াও ২৯ ফেব্রুয়ারি বেলা ১১টায় বরিশালে সমাবেশের কথা সমাবেশ থেকে জানানো হয়।
পরিচালনা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ। বক্তব্য রাখেন সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, শেখ মামুনুর রশীদ, খায়রুজ্জামান কামাল, সোহেল হায়দার চৌধুরী, কুদ্দুস আফ্রাদ, সাজ্জাদ আলম খান তপু, কর্মচারী ফেডারেশন নেতা মতিউর রহমান তালুকদার, খায়রুল ইসলাম, উম্মুল ওয়ারা সুইটি, শ্রমিক ফেডারেশন নেতা আলমগীর হোসেন, মাসুদুল আহসান, নারী সাংবাদিক নেত্রী নাসিমুন আরা হক মিনু, নাসিমা সোমা ও নুরে জান্নাত আখতার সীমা।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।