Apan Desh | আপন দেশ

জাফর ওয়াজেদ চতুর্থবার পিআইবির ডিজি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩৫, ৮ মে ২০২৪

আপডেট: ১০:৩৬, ৮ মে ২০২৪

জাফর ওয়াজেদ চতুর্থবার পিআইবির ডিজি

ছবি : সংগৃহীত

টানা চতুর্থবারের মতো প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) হলেন জাফর ওয়াজেদ। একুশে পদকপ্রাপ্ত এ সাংবাদিককে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৭ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইন অনুযায়ী বিশিষ্ট সাংবাদিক জাফর ওয়াজেদকে তার বর্তমান নিয়োগের ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে পিআইবির মহাপরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।

আরও পড়ুন <> দেশের বিভিন্ন স্থানে আজও বৃষ্টির আভাস

এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে ২০১৯ সালের ২১ এপ্রিল পিআইবির মহাপরিচালক পদে যোগদান করেন তিনি। এরপর আরও দুইবার পিআইবির মহাপরিচালক পদে নিয়োগ পান জাফর ওয়াজেদ। 

দীর্ঘ সাংবাদিকতা জীবনে জাফর ওয়াজেদ বিভিন্ন সংবাদপত্রে নানা পদে দায়িত্ব পালন করেছেন। তার পেশাগত সাংবাদিকতা শুরু দৈনিক সংবাদে। তিনি দৈনিক সংবাদের জ্যেষ্ঠ প্রতিবেদক ও বাংলাবাজার পত্রিকা এবং দৈনিক মুক্তকণ্ঠের প্রধান প্রতিবেদক ছিলেন। সর্বশেষ তিনি দৈনিক জনকণ্ঠের সহকারী সম্পাদক ছিলেন।

সাংবাদিকতার বাইরে তিনি একজন লেখক ও কবি। 

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়