Apan Desh | আপন দেশ

একাত্তর টিভির সাংবাদিক মহিম মিজানকে ছাত্রলীগ নেতার হুমকি

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২০, ১৯ জুন ২০২৪

আপডেট: ১৫:৪৪, ১৯ জুন ২০২৪

একাত্তর টিভির সাংবাদিক মহিম মিজানকে ছাত্রলীগ নেতার হুমকি

ফাইল ছবি

একাত্তর টিভির বিশেষ প্রতিনিধি সাংবাদিক মহিম মিজানকে প্রাণনাশের হুমকি দিয়েছেন সাইদুল করিম মিন্টুর অনুসারীরা। মিন্টু ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এমপি আনার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে। 

মঙ্গলবার (১৮ জুন) রাতে মিন্টুর মুক্তির দাবিতে জেলা শহরের পায়রা চত্তরে সমাবেশ করে জেলা ছাত্রলীগের একাংশ ও স্বেচ্ছাসেবক লীগ। এতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি  শাহরিয়ার করিম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ পরিচালনা করেন  সাধারণ সম্পাদক রানা হামিদ।

বক্তব্য রখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান। স্থানীয় সরকারি ভেটেরিনারি কলেজের ভিপি সাইদুজ্জামান মুরাদসহ তিন ছাত্রলীগ নেতাকর্মী হত্যা মামলার আসামি আল ইমরান।

সমাবেশে ছাত্রলীগ নেতা আল ইমরান ৭১টিভি ও বিশেষ প্রতিনিধি মহিম মিজানকে উদ্দেশ্য করে কুরুচিপুর্ন বক্তব্য দেন। একাত্তর টিভিতে আনার এমপি হত্যাকান্ডের অভিযুক্ত আসামি সাইদুল করিম মিন্টুকে নিয়ে প্রতিবেদন করার কারনে তাকে লাল কার্ড দেখানোর হুমকিসহ তার অনুসারীরা তার চামড়া তুলে নেয়ার হুমকি দেন।

এ ঘটনার নিন্দা জানিয়ে ও ইমরানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারন সম্পাদক ফয়সাল আহমেদ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান ও সাধারণ সম্পাদক রাজিব হাসানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এ হুমকির নিন্দা জানান।

সাংবাদিক নেতারা বলেন, আনোয়ারুল আজিম আনার এমপি হত্যা গোটা বিশ্বে আলোচিত ঘটনা। গোয়েন্দ সংস্থা জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছেন। সেই হত্যার সকল ঘটনা ৭১টিভিসহ সকল মিডিয়াতে তুলে ধরা হচ্ছে। সেইখানে মিন্টুর মুক্তির সমাবেশে টেলিভিশন ও সাংবাদিকদের চামড়া তুলে নেয়ার প্রকাশ্য হুমকি দুঃখজনক ঘটনা। স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ করে নিউজ বন্ধ করার পায়তারা চালানো হচ্ছে। অবিলম্বে আল ইমরানের বিরুদ্ধে দলীয় ও সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।

ক্র্যাবের নিন্দা:

সাংবাদিক মহিম মিজানকে হুমকির তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বিবৃতিতে জানান, ঝিনাইদহ ছাত্র লীগ নেতা আল ইমরান তার বক্তব্য ফিরিয়ে না নিলে পরবর্তীতে তীব্র প্রতিবাদ গড়ে তোলা হবে। ক্র্যাব মনে করে এ ধরনের বক্তব্য স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়