Apan Desh | আপন দেশ

বর্হিবিশ্বে সঠিক তথ্য তুলে ধরুন: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৮, ২৩ জুলাই ২০২৪

আপডেট: ২২:১৮, ২৩ জুলাই ২০২৪

বর্হিবিশ্বে সঠিক তথ্য তুলে ধরুন: তথ্য প্রতিমন্ত্রী

ফাইল ছবি

বহির্বিশ্বে ভুয়া ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে নাশকতাকারীদের সহযোগীরা-ে এ অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

আন্তর্জাতিক বিশ্বের কাছে সঠিক তথ্য তুলে ধরার জন্য দেশের সংবাদমাধ্যমগুলোর প্রতি তিনি আহবান জানিয়েছেন। 

মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে গুলশানে আইনমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শুরু হওয়া সহিংসতার বিষয়ে আন্তর্জাতিকভাবে নাশকতাকারীদের সহযোগীরা ভুয়া ও মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছে। 

তথ্য প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছে বিদেশে থাকা নাশকতাকারীদের সহযোগীরা। এজন্যই বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া ভুল তথ্য প্রচার করছে। তাদের খবরে সরকারি প্রতিষ্ঠানে যে আক্রমণগুলো হচ্ছে সে ব্যাপারে কোন তথ্য নেই, সরকারের সঙ্গে ছাত্র আন্দোলনকারীদের যে আলোচনা হচ্ছে তার কোন প্রতিফলন নেই। এ ব্যাপারে যে এরমধ্যেই সমাধান হয়ে গেছে তার কোন প্রতিফলন নেই।

এ আন্দোলনে সহিংসতা, বিভিন্ন স্থাপনায় হামলা, অগ্নি সংযোগের বিষয়টি প্রতিরোধ করতে না পারার পেছনে গোয়েন্দা ব্যর্থতা ছিল কি না? সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের গাফিলতি ছিল কি না? এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, সরকার প্রথম থেকেই এ আশঙ্কার কথা বলে আসছে। শেষ পর্যন্ত সরকারের কথাই তো সত্যি হল। অথচ শিক্ষার্থীরা একটু ধৈর্য ধারণ করলেই আর দুর্বৃত্তরা এ সুযোগ পেত না। তারা যে ধৈর্য ধরল না, তার সুযোগ নিয়ে যে সন্ত্রাসীরা এ কাজ করল এ পরিস্থিতি সরকারের কাছে প্রত্যাশিত ছিল না। আমরা কেউ তা প্রত্যাশা করিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ জনপ্রশাসন বিভাগ এবং আইন ও বিচার বিভাগের সচিবরা।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়