Apan Desh | আপন দেশ

দিগন্ত টেলিভিশনের নিষেধাজ্ঞা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৪, ৮ আগস্ট ২০২৪

দিগন্ত টেলিভিশনের নিষেধাজ্ঞা প্রত্যাহার

ফাইল ছবি

বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দিগন্ত টেলিভিশনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সরকার। আজ বৃহস্পতিবার ১১ বছর পর সংবাদমাধ্যমটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

গত ২০১৩ সালে বিদ্বেষ, গুজব ছড়ানো ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ এনে সম্প্রচার সাময়িক বন্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। টেলিভিশন কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

গত ৬ আগস্ট দিগন্ত টেলিভিশন কার্যালয়ে প্রতিষ্ঠানটির সাবেক সব কর্মকর্তারা জড়ো হন। পুনরায় নতুন করে চালু হওয়ার বিষয় নিয়ে আলোচনা করেন তারা। খুব দ্রুত টেলিভিশনটি সম্প্রচারে আসবে বলে জানান তারা।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়