ছবি: আপন দেশ
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে আগামী সপ্তাহে একটি কমিশন গঠন করা হবে। জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের তথ্য ভবনের সম্মেলন কক্ষে সংবাদপত্রের প্রকাশক, সম্পাদক, নির্বাহী সম্পাদকসহ অন্যান্য অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা জানান।
সংবাদপত্র শিল্পে অনেক সমস্যা রয়েছে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, অডিট, বিজ্ঞাপন ও বিল প্রদান ডিজিটাল করার প্রক্রিয়া চলছে। এ সময় গণহত্যায় জড়িত পত্রিকা বা সাংবাদিকদের বিচার করা হবে বলেও জানান তথ্য উপদেষ্টা। পরে সংবাদপত্রের সম্পাদকরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরে তা সমাধানের দাবি করেন।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।