ছবি- আপন দেশ
অন্তর্বর্তী সরকারের আমলে ৫ মাস কারাগারে থাকতে আপত্তি নেই। আইনকে নিজস্ব রাস্তায় যেতে দিন। এমন মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় তুরস্ক থেকে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, এ আমলে আমার ৫ মাস কারাগারে থাকতে আপত্তি নেই। হ্যাঁ আমার বয়স হয়েছে, আমি বুড়ো হয়ে গেছি, কিন্তু জেলে থাকার মতো মানসিক এবং শারীরিক শক্তি এখনও আমার আছে। কাজেই আপনারা এটা নিয়ে একদম বিচলিত হবেন না। একদম উদ্বিগ্ন হবেন না। আইনকে তার রাস্তায় যেতে দিন। আমাকে আমার মতো করে লড়াই করতে দিন।
বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, মানুষ ২০০ বছর পরও আবু সাঈদ, মুগ্ধদের তিতুমীরের মতো স্মরণ করবে । তাদের ভুলে যাওয়া কখনো সম্ভব না।
পরাজিত ফ্যাসিবাদ বিদেশে বসে বিদেশি বন্ধুদের দিয়ে বিপ্লবকে নস্যাৎ করার ষড়যন্ত্র করছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মাহমুদুর রহমান।
আপন দেশ/মাসুম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।