জার্নালিস্ট কমিউনিটির আহবায়ক মাহফুজুর রহমান, সদস্য সচিব মিয়া হোসেন
রাষ্ট্র সংস্কার ও গণমাধ্যম সংস্কারে ভূমিকা রাখার জন্য “জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ” নামক একটি প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মাহফুজুর রহমানকে আহবায়ক, জিয়াউলহক সবুজকে সহ-আহবায়ক, মো. মিয়া হোসেনকে সদস্য সচিব করে ১৫ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে কয়েক দফা বৈঠকের পর এ কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, রফিকুল ইসলাম আজাদ ও মোরসালিন নোমানি।
এছাড়া ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এস এম রাশদিুল ইসলাম, মেইল এশিয়ার হেড অব নিউজ আসফি শওকত কল্লোল, দৈনিক সংগ্রাম পত্রিকার চিফ রিপোর্টার সামছুল আরেফীন, দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার মো. ময়নূর হোসেন কমিটির অংশ হিসেবে রয়েছেন।
আহবায়ক কমিটির সদস্যদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহনি, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাহমুদউদ্দীন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মো. দিদারুল আলম দিদার, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী বোরহান উদ্দিন, আরটিভির রিপোর্টার তবিবুর রহমান তালুকদার।
এ কমিটি গণমাধ্যম সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।