ফাইল ছবি
দৈনিক কালবেলা পত্রিকাটি শুক্রবার (২৫ অক্টোবর) নাকি দখল করা হবে, ঘেরাও করা হবে। কারা দখল করতে চায়? ঘেরাও করতে চায় কারা, নেপথ্যে কী? বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তাদের উদ্দেশ্যে সাবধান বার্তা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। একই সঙ্গে এ ধরনের ঘটনা সংঘটিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
দৈনিক কালবেলার তরফ থেকে বুধবার (২৩ অক্টোবর) এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরে জিডির ওই কপিটি সেনাক্যাম্প এবং তথ্য মন্ত্রণালয়সহ আইনশৃঙ্খলাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের কাছে দেয়া হয়। অপরপত্রে চাওয়া হয়েছে তাদের সর্বাত্মক সহযোগিতা। কালবেলার অবহিতপত্র সরবরাহ করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), গোয়েন্দা শাখায়(ডিবি)।
আরও পড়ুন<<>> দৈনিক কালবেলায় আজ যোগ দিলেন যারা
এর প্রেক্ষিতে তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছে। ওই মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশের কয়েকটি মিডিয়াকে হুমকি প্রদানসহ ঘেরাওয়ের ঘোষণার বিষয়টি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অবহিত হয়েছে। এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বক্তব্য হলো, বর্তমান অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। মিডিয়াকে হুমকি প্রদানসহ ঘেরাওয়ের ঘোষণায় মন্ত্রণালয় নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এ ধরনের ঘটনা সংঘটিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আরও পড়ুন<<>> এবার কালবেলা থেকেও আবেদ খানের বিদায়
উল্লেখ্য, সম্প্রতি কয়েকজন ব্যক্তি দেশের শীর্ষস্থানীয় কয়েকটি মিডিয়া অফিস ঘেরাও ও দখল করার হুমকি দিয়েছে। বিশেষ করে দৈনিক কালবেলা অফিস শুক্রবার (২৫ অক্টোবর) ঘেরাও করে দখল করার হুমকি দেয়া হয়েছে। এ বিষয়ে কালবেলা কর্তৃপক্ষ জিডি করেছে।
নিজ পত্রিকায় সংবাদ প্রকাশের পর নানামহলে প্রশ্ন উঠেছে কার কেনো দখল করবে কালবেলা?
উল্লেখ্য, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুক পেজে কালবেলার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মাকে নিয়ে বক্তব্য দিয়েছেন। তাতে বলা হয়েছে শুক্রবার পত্রিকা অফিসটি ঘেরাও করা হবে। তিনি সন্তোষ শর্মাকে প্রতিবেশী ভারতের রিসার্চ অ্যাণ্ড অ্যানালাইসিস উইং (RaW) এর বাংলাদেশের এজেন্ট বলে আখ্যা দেন।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।