ডিআরইউর নির্বাচন কমিশনের চেয়ারম্যান এম এ আজিজ -ছবি আপন দেশ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রধান নির্বাচন কমিশনার হলেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব।
বুধবার (৩০ অক্টোবর) রাতে কার্যনির্বাহী কমিটির মুলতবি সভায় তাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়। এম এ আজিজের আগে এ পদে ছিলেন সিনিয়র সাংবাদিক মনজুরুল ইসলাম বুলবুল।
প্রতিষ্ঠার পর থেকেই প্রতি বছরের ৩০ নভেম্বর এ সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়।
সংগঠনের কার্যনির্বাহী কমিটির মুলতবি সভা পরিচালনা করে সাধারণ সম্পাদক মহি উদ্দিন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ। সভায় সর্বসম্মতিক্রমে এম এ আজিজকে চেয়ারম্যান করে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়।
পুনর্গঠিত এ কমিশনের অন্য সদস্যরা হলেন- দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক নয়াদিগন্তের মুহাম্মাদ বাকের হোসাইন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি দৈনিক সংগ্রামের শহিদুল ইসলাম।
নির্বাচন কমিশনের সহযোগী হিসেবে রয়েছেন দৈনিক জনকন্ঠের বিশেষ প্রতিনিধি দেবাশীষ চক্রবর্তী উত্তম ও একই পত্রিকার সিনিয়র রিপোর্টার এবং ডিআরইউ’র সাবেক সহ-সভাপতি মো. শরীফুল ইসলাম।
আপন দেশ/মাসুম/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।