Apan Desh | আপন দেশ

ইআরএফ-নগদ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৩ পেলেন ১৯ সাংবাদিক

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২২:২৩, ৫ নভেম্বর ২০২৪

ইআরএফ-নগদ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৩ পেলেন ১৯ সাংবাদিক

ছবি: আপন দেশ

বাংলাদেশের অন্যতম বৃহত্তম অর্থনৈতিক সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)। বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ যৌথভাবে ১৯ জন সেরা সাংবাদিককে 'ইআরএফ-নগদ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৩' প্রদান করেছে। এক জমকালো অনুষ্ঠানে তাদের আর্থিক খাত নিয়ে সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য সম্মাননা জানানো হয়।

ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে গত বছরের সেরা আর্থিক প্রতিবেদনগুলোকে পুরস্কৃত করা হয়। পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও নগদ পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ড. কে এ এস মুরশিদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নগদ লিমিটেডের প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার, নগদ বোর্ড সদস্যরা, সাংবাদিকরা, নীতিনির্ধারকরা ও বিভিন্ন খ্যাতনামা ব্যক্তিত্ব।

২০২৩ সালে প্রকাশিত ১৭টি ভিন্ন ক্যাটাগরির আর্থিক প্রতিবেদন থেকে ১৯টি অসামান্য প্রতিবেদন সেরা হিসেবে নির্বাচিত হয়। এর মধ্যে দুটি ক্যাটাগরিতে চারজন সাংবাদিক যৌথভাবে পুরস্কৃত হয়েছেন।

অনুষ্ঠানে পুরষ্কারজয়ীরা হলেন- ফখরুল ইসলাম হারুন (প্রথম আলো), জেবুন নেসা আলো (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), রাজীব আহমেদ (প্রথম আলো), ইকবাল হাসান (চ্যানেল টোয়েন্টিফোর), মোহাম্মদ ইসমাইল আলী (দৈনিক শেয়ারবিজ), আহসান হাবীব রাসেল (দ্য ডেইলি স্টার), বাবু কামরুজ্জামান (নিউজ টোয়েন্টিফোর), ওবায়দুল্লাহ রনি (দৈনিক সমকাল), সদরুল হাসান (ইউএনবি), দৌলত আক্তার মালা (দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস), তৌহিদ হোসেন পাপন (যমুনা টেলিভিশন), মো. শফিকুল ইসলাম (ঢাকা পোস্ট), সাজ্জাদুর রহমান (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), আরিফুর রহমান (প্রথম আলো), সালাহ উদ্দীন মাহমুদ (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), জিয়াদুল ইসলাম (আমাদের সময়) এবং মোহাম্মদ জাহাঙ্গীর শাহ কাজল (প্রথম আলো)।

জমকালো এ আয়োজনে সভাপতিত্ব করেন ইআরএফ-এর সভাপতি রেফায়েত উল্লাহ মীরধা। পাশাপাশি ইআরএফ-এর সাধারণ সম্পাদক আবুল কাশেম সংগঠনের প্যানেল পরিচিতির পর্বের মাধ্যমে স্বাগত বক্তব্য দেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়