Apan Desh | আপন দেশ

রংধনু শিল্পগ্রুপের বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩১, ৬ নভেম্বর ২০২৪

রংধনু শিল্পগ্রুপের বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন 

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে মানববন্ধনে রংধনুর সংবাদকর্মীরা। ছবি-আপন দেশ

রংধনু শিল্পগ্রুপের মালিকানাধীন অনলাইন নিউজ পোর্টাল বন্ধ ঘোষণা। বিনা নোটিসে সব কর্মীকে ছাঁটাই। এর প্রতিবাদে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির সংবাদকর্মীরা।  

বুধবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে এ মানববন্ধন হয়। 

কর্মসূচিতে চাকরি হারানো সংবাদকর্মীরা বলেন, অনলাইন সংবাদমাধ্যম নিউজটাইম ডটনেটের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত গত সেপ্টেম্বরের শেষদিকে। রংধনু শিল্পগ্রুপের মালিকপক্ষ হঠাৎ জানায়। কোনো লিখিত নোটিশ দেয়নি। কেবল মৌখিকভাবে এ ঘোষণা দেয়া। এরপর কেবল সেপ্টেম্বর মাসের বেতন দিয়ে সব কর্মীকে অফিসে যেতে নিষেধ করা হয়। 

মানববন্ধনে পোর্টালটির বার্তা সম্পাদক মোতাহার হোসেন বুলবুল বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে রংধনু গ্রুপের মালিক মো. রফিকুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক কাওসার আহমেদ অপু বিদেশে। কাওসার আহমেদ অপু নিউজ পোর্টালের প্রকাশক এবং মো. রফিকুল ইসলাম চেয়ারম্যানের দায়িত্বে। 

প্রতিষ্ঠানটি বন্ধের সিদ্ধান্ত জানানোর পর তারা কর্মীদের আইনসঙ্গত পাওনা পরিশোধের বিষয়ে কোনো ধরনের আলোচনায় সাড়া দেননি। 

জ্যেষ্ঠ প্রতিবেদক মাসুদ মোস্তাহিদ বলেন, মালিকপক্ষের বেআইন সিদ্ধান্তের প্রেক্ষাপটে প্রতিষ্ঠানটির চাকরিচ্যুত সংবাদকর্মীরা আইনি ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে চেয়ারম্যান ও প্রকাশককে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। তবে এরপরেও মালিকপক্ষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। 

মানবন্ধনে আরও বক্তব্য দেন- বার্তা প্রধান সঞ্জয় দে, সহকারী বার্তা সম্পাদক মেহরিন জাহান, নিজস্ব প্রতিবেদক মেহনাজ মুন্নি প্রমুখ।

কর্মসূচিতে আকস্মিক চাকরিচ্যুতির কারণে মানবেতর জীবনে পড়ার কথা জানান আন্দোলনকারীরা। এ বিষয়ে তারা অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। বেআইনিভাবে প্রতিষ্ঠান বন্ধ ও কর্মীদের চাকরিচ্যুতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়াসহ আগামীতে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দেয়া হয়। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়