Apan Desh | আপন দেশ

গণহত্যায় উস্কানি: জাতীয় প্রেস ক্লাবের ৩৭ জনের স্যদস্যপদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৭, ১৮ নভেম্বর ২০২৪

গণহত্যায় উস্কানি: জাতীয় প্রেস ক্লাবের ৩৭ জনের স্যদস্যপদ স্থগিত

ফাইল ছবি

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে জাতীয় প্রেস ক্লাবের ৩৭ জনের সদস্যপদ স্থগিত করা হয়েছে। প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ূব ভূইয়ার স্বাক্ষরে তাদের সদস্যপদ স্থগিত করা হয়।

স্থগিত সদস্যদের তালিকা ক্লাবের নোটিস বোর্ডে সাঁটানো হয়েছে। তাতে বলা হয়, জুলাই বিপ্লবে ছাত্র-জনতার অভূত্থানে গণহত্যায় উস্কানি প্রদান ও পতিত সরকারের দোসব হিসেবে কাজ করার দায়ে প্রেস ক্লাবের নিন্মলিখিত সদস্যদের সদস্যপদ স্থগিত করা হলো। গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়-বলে জানানো হয়েছে। 

তালিকায় যাদের নাম রয়েছে-
নূরুল আমিন প্রভাষ, জায়েদুল হাসান পিন্টু, মোজাম্মেল বাবু, আশীষ সৈকত, ইকবাল সোবহান চৌধুরী, সোহেল হায়দার চৌধুরী, ফারজানা রূপা, অশোক চৌধুরী, আজম হক হেলাল, আবুল খায়ের, মোহাম্মদ মন্জুরুল ইসলাম, প্রণব সাহা, নঈম নিজাম, খায়রুল আলম, আবেদ খান, সুভাষ চন্দ্র বাদল, জহিরুল ইসলাম মামুন (জ.ই মামুন), জাফর ওয়াজেদ, সাইফুল ইসলাম কল্লোল, পাভেল রহমান, আজিজুল ইসলাম ভূঁইয়া, শাবান মাহমুদ, মোহাম্মদ শফিকুর রহমান, আবুল কালাম আজাদ, শ্যামল সরকার, অজয় দাস গুপ্ত, আলমগীর হোসেন, রমাপ্রসাদ সরকার বাবু, সঞ্জয় সাহা পিয়াল, ফরাজি আজমল হোসেন, আনিসুর রহমান, এনামুল হক চৌধুরী, নাঈমুল ইসলাম খান, মো. আশরাফ আলী, মোল্লা জালাল, ইখতিয়ার উদ্দিন ও আবু জাফর সূর্য। 

এর আগে সদস্যপদ হারান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। শ্যামল দত্ত হত্যা মামলায় কারাগারে রয়েছেন।

আপন দেশ/এবি 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়