Apan Desh | আপন দেশ

৫৮ সাংবাদিকের বিরুদ্ধে দুদকে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৫, ২৭ নভেম্বর ২০২৪

আপডেট: ১৯:০৮, ২৭ নভেম্বর ২০২৪

৫৮ সাংবাদিকের বিরুদ্ধে দুদকে অভিযোগ

ফাইল ছবি

এবার ৫৮ সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন উচ্চ আদালতের একজন আইনজীবী। বুধবার (২৭ নভেম্বর) দাখিল করা আবেদনটি গ্রহণ করেছে দুদকের সংশ্লিষ্ট শাখা। এরপর বিধি মতো প্রথমে যাচাই-বাছাই এবং প্রয়োজন মনে করলে তদন্ত কর্মকর্তা নিযুক্ত করা হবে। 

যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের বেশিরভাগই পেশাদার সাংবাদিক। আওয়ামী লীগ, বিএনপি ও বামপন্থি রাজনীতির প্রতি রয়েছে তাদের সমর্থন।

আবেদনকারী আইনজীবী আবেদনে উল্লেখ করেছেন, তার আবেদনের অনুলিপি দেয়া হয়েছে- 

মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা; মহাপরিচালক, ডিজিএফআই; প্রধান, বিএফআইইউ, বাংলাদেশ ব্যাংক; প্রধান উপদেষ্টা; প্রেস সেক্রেটারি, প্রধান উপদেষ্টা; তথ্য ও সম্প্রচার উপদেষ্টা; তথ্য ও সম্প্রচার উপদেষ্টার একান্ত সচিব; তথ্য ও সম্প্রচার উপদেষ্টার জনসংযোগ কর্মকর্তা; স্বরাষ্ট্র উপদেষ্টা; সভাপতি ও সাধারণ সম্পাদক, জাতীয় প্রেসক্লাব; সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন।

আরও পড়ুন<<>> দেনা পরিশোধে জনকণ্ঠকে সাংবাদিক-কর্মচারীদের তিন দিনের আল্টিমেটাম 

এর আগে ১৬৮ জন সাংবাদিকের পিআইডি কার্ড বাতিল করে তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ। ২৮ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ। জুলাই বিপ্লবে উস্কানি ও হত্যা মামলা দায়ের করা হয়েছে শতাধিক সাংবাদিকের বিরুদ্ধে।

এ নিয়ে সংবাদপত্রের মালিক, সম্পাদক পরিষদ উদ্বেগ প্রকাশ করেছেন। তথ্য উপদেষ্টা অভয় দিয়েছেন যাচাই-বাছাইয়ে নির্দোষরা অবশ্যই ন্যায়বিচার পাবেন। মিথ্যা মামলায় হয়রানির শিকার হচ্ছেন এমন সাংবাদিকের আবেদনও গ্রহণ করেছে মন্ত্রণালয়।   

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়