Apan Desh | আপন দেশ

ডিআরইউ’র নতুন সভাপতি সালেহ, সম্পাদক সোহেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৬, ৩০ নভেম্বর ২০২৪

আপডেট: ২০:৫০, ৩০ নভেম্বর ২০২৪

ডিআরইউ’র নতুন সভাপতি সালেহ, সম্পাদক সোহেল

আবু সালেহ আকন ও মাইনুল হাসান সোহেল। ছবি: সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০২৪ এর ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন, আর সাধারণ সম্পাদক হয়েছেন মাইনুল হাসান সোহেল।

শনিবার (৩০ নভেম্বর) নির্বাচনের ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ডিআরইউর সভাপতি পদে ৮০১ ভোট পেয়ে জয়ী হয়েছেন দৈনিক নয়া দিগন্তের আবু সালেহ আকন। তার মুরসালিন নোমানী পেয়েছেন ৪৯৬ ভোট। ফলে নোমানীকে প্রায় দ্বিগুণ ভোটের ব্যাবধানে হারিয়ে নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন।

ডিআরইউর সাধারণ সম্পাদক পদে দৈনিক ইনকিলাবের মাইনুল হাসান সোহেল ৫৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহনাজ শারমিন পেয়েছেন ৩৬৪ ভোট।

এর আগে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোট ২১ পদের বিপরীতে চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি ১৭ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩১ জন।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়