Apan Desh | আপন দেশ

ক্রীড়া সাংবাদিক মাহমুদ মারা গেছেন

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৫, ১৭ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৪:৩৭, ১৭ ডিসেম্বর ২০২৪

ক্রীড়া সাংবাদিক মাহমুদ মারা গেছেন

মাহমুদুল হক।

ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের ক্রীড়া সাংবাদিক মাহমুদুল হক আর নেই। সোমবার (১৬ ডিসেম্বর) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। 

মাহমুদ দীর্ঘদিন যাবত অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ভুগছিলেন। এতে কিডনি, হৃদরোগ আরো জটিল রোগে আক্রান্ত হন। গত কয়েক বছর বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি ও অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছিলেন। গতকাল রাতে ৫০ বছর উর্ধ্ব সাংবাদিক রাজধানী ঢাকার শনির আখড়ায় বাসায় মৃত্যুবরণ করেন হৃদরোগ জটিলতায়। 

মাহমুদ বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সিনিয়র সদস্য। সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানে আসতেন নিয়মিত। তার ব্যবহার ছিল অত্যন্ত অমায়িক। সকল সহকর্মীর সঙ্গে তার ছিল হৃদ্যতা। তার সব সময় পান চিবুনোর অভ্যাসের জন্য ঘনিষ্ঠজনরা ডাকতেন ‘পান মাহমুদ’ হিসেবে৷ 

পরিবার ও অফিস নিয়েই মুলত তার ব্যস্ততা ছিল। ক্রীড়াঙ্গনে মাঠে-ময়দানে উপস্থিতি কম থাকলেও সংগঠনের অনেক সদস্যদের সঙ্গে রাখতেন যোগাযোগ। গত কয়েক বছর অসুস্থতায় সেটারও ছেদ পড়েছে। 

গতকাল ঢাকায় রাত ১১ টায় জানাযা নামাজ শেষে তার মরদেহ নিজ জেলা শেরপুরে নিয়ে যাওয়া হয়েছে। আজ সেখানে আর একটি জানাজা শেষে কবরস্থ করা হবে। মাহমুদের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশন ও তার ঘনিষ্ঠ সহকর্মীরা। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়