উপস্থাপক সালেহ আকরাম।
সংবাদ উপস্থাপনার জগতে শূণ্যতা সৃষ্টি করে না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় সংবাদ উপস্থাপক সালেহ আকরাম।
শনিবার (২১ ডিসেম্ব) রাত আড়াইটায় রাজধানীর ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। কানাডা প্রবাসী কন্যা দেশে ফেরার পর ২৫ ডিসেম্বর তার নামাযে জানাজা অনুষ্ঠিত হবে।
তিনি একাধারে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বিবিসি বাংলা ঢাকার সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।
সালেহ আকরাম ১৯৫৪ সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। সত্তরের দশকে তিনি সংবাদ পাঠক হিসেবে যোগ দেন বাংলাদেশ টেলিভিশনে। দেশের বরেণ্য সংবাদ পাঠকদের মধ্যে অন্যতম তিনি। পরে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির সঙ্গে যুক্ত হন সালেহ আকরাম।
আপন দেশ/এবি/এসএমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।