সালেহ আকরাম ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জনপ্রিয় সংবাদ উপস্থাপক সালেহ আকরামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৩ ডিসেম্বর) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, সালেহ আকরামের মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। তিনি একাধারে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বিবিসি বাংলা ঢাকার সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসেবে দীর্ঘদিন কর্মরত থেকে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ২০০৬ সালে চারদলীয় জোট সরকারের আমলে মুক্তিযুদ্ধের ওপর নির্মিত ‘বাংলাদেশ আমার বাংলাদেশ’ নামে ঐতিহাসিক প্রামাণ্য চলচ্চিত্রটির ধারা বর্ণনা করেছেন। তিনি একজন দক্ষ ও প্রাজ্ঞ সংবাদ পাঠক হিসেবে দায়িত্ব পালনে নিষ্ঠা ও সততাকে প্রাধান্য দিতেন। এক্ষেত্রে তার পেশাদারিত্বে তিনি ছিলেন আপোষহীন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি সমবেদনা।
সালেহ আকরাম ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের একনিষ্ঠ বন্ধু। দেশের বহুমাত্রিক কাজ করেছেন একসঙ্গে।
‘বাংলাদেশ আমার বাংলাদেশ’ঐতিহাসিক প্রামাণ্য চলচ্চিত্রে যুগযুগ থাকবেন সালেহ আকরাম
মুক্তিযুদ্ধের ওপর নির্মিত ‘বাংলাদেশ আমার বাংলাদেশ’ ঐতিহাসিক একটি প্রামাণ্য চলচ্চিত্র। এটির ধারণা বর্ণনা দিয়েছেন জনপ্রিয় উপস্থাপক সালেহ আকরাম। মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষিত, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐহিতাসিক কর্মকাণ্ড এবং ইতিহাসের অকথিত বা অল্পকথিক অংশগুলোকে এ প্রামাণ্য চিত্রের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াসমাত্র।
তথ্য, প্রমাণ এবং প্রত্যক্ষদর্শীদের জবানীতে দুই পর্বের এ প্রামাণ্য চলচ্চিত্রের পরিকল্পনা ও নির্মাতা হলেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইয়ের সদস্য শায়রুল কবির খান। ধারাবাহিক দুটির সূচনা অংশের পরিবেশিত গান দুটি লিখেছিলেন প্রখ্যাত গীতিকার মনিরুজ্জামান মনিনর। তাতে সুর দিয়েছিলেন আহমেদ কিসসু। আর কণ্ঠ দিয়েছেন শাহনাজ রহমতুল্লাহ।
তৎকালে মুক্তিযুদ্ধে অংশ নেয়া ও যুদ্ধোত্তর নানা বিষয়গুলো উঠে এসেছে এ চলচ্চিত্রে। নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে নির্মিত চলচ্চিত্রটি উদ্ভোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।