Apan Desh | আপন দেশ

সাংবাদিক কাজী রফিক মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১১, ২৭ ডিসেম্বর ২০২৪

সাংবাদিক কাজী রফিক মারা গেছেন

কাজী রফিক

সাংবাদিক ও সংগঠক কাজী রফিক আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

কাজী রফিরের সহকর্মী ঢাকা মেইলের প্রধান প্রতিবেদক বোরহান উদ্দিন মরহুমের পরিবারের বরাত দিয়ে জানান, সন্ধ্যার কিছু আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রফিক। এরপর তাকে হৃদরোগ ইন্সটিটিউটে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক অ্যারেস্টের কথা জানানো হয়েছে।

কাজী রফিকের মৃত্যুর খবরে তার সুহৃদরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেন। হাসপাতালে মরদেহের পাশে যান। কাজী রফিকের স্ত্রী, বাবা, মা ও দুই বোনসহ পরিবারের সদস্যদের শান্তনা দেন। 

সহকর্মীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কাজী রফিকের কর্মস্থল ঢাকা মেইলের সম্পাদক মহিউদ্দিন সরকার, হেড অব নিউজ হারুন জামিল ও তার সহকর্মীরা।

মরহুমের জানাযা আজ রাত ১১টায় মোহাম্মদপুর আশরাফুল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। আগামীকাল শনিবার সকাল ১০টায় শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। 

কাজী রফিক ২০১৭ সাল থেকে সাংবাদিকতা শুরু করেন। নিউজ পোর্টাল ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমে সাংবাদিকতার হাতেখড়ি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ঢাকা মেইলে নিজস্ব প্রতিবেদক হিসেবে যোগ দেন। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়