ফাইল ছবি
দেশের প্রথম সারির দৈনিক দেশ রূপান্তর। পত্রিকাটির মাধ্যমে রিপোর্টার থেকে সম্পাদক হিসেবে আত্মপ্রকাশ করলেন জ্যেষ্ঠ সাংবাদিক কামাল উদ্দিন সবুজ।
বুধবার (০১ জানুয়ারি) পত্রিকাটির বাংলামোটর অফিসে আনুষ্ঠানিক দায়িত্ব নেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক এ সভাপতি।
পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন অমিত হাবিব। তার মৃত্যুর পর সম্পাদকের দায়িত্ব নেন মোস্তফা মামুন।
সম্পাদকের দায়িত্ব নিয়ে কামাল উদ্দিন সবুজ বলেন, পেশাজীবনে সম্পাদক হিসেবে আমার যাত্রা শুরু। আমার প্রত্যাশা, দেশ ও পৃথিবীর বাস্তবতায় দেশ রূপান্তর অগ্রণী ভূমিকা রাখবে।
তিনি বলেন, আমাদের এ যাত্রায় সমস্যা আসবে, এর সমাধানও হবে। এসবের মধ্যেও সততার সঙ্গে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে আমরা কাজ করব। যাতে দেশ ও জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠে দেশ রূপান্তর।
ফেনী শহরের ডাক্তারপাড়ায় জন্মগ্রহণ করেন কামাল উদ্দিন সবুজ। তার পৈতৃক নিবাস ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া গ্রামে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে অনার্স এবং মাস্টার্স করেছেন। মাতা মরহুমা জেবুন্নাহার ও পিতা মরহুম সুলতান আহমেদ মজুমদারের বড় সন্তান তিনি। কামাল উদ্দিন সবুজ ১৯৮৫ সালে ইংরেজি পত্রিকা ডেইলি নিউজে রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। সেখানে তিন বছর কাজ করার পর ১৯৮৮ সালে তিনি দেশের প্রথম ইংরেজি নিউজ এজেন্সি ইউএনবিতে যোগ দেন। সেখানে প্রায় সাড়ে ৩ বছর কাজ করার পর ১৯৯১ সালে তিনি বাসসে (বাংলাদেশ সংবাদ সংস্থা) কাজ শুরু করেন। সর্বশেষ তিনি জ্যেষ্ঠ বার্তা সম্পাদক ছিলেন। এছাড়াও জাতীয় প্রেস ক্লাবের এক সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন কামাল উদ্দিন সবুজ।
আপন দেশ/এসএমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।