Apan Desh | আপন দেশ

দৈনিক কালবেলার যুগ্ম সম্পাদক হলেন আলাউদ্দিন আরিফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৫, ২ জানুয়ারি ২০২৫

দৈনিক কালবেলার যুগ্ম সম্পাদক হলেন আলাউদ্দিন আরিফ

আলাউদ্দিন আরিফ

সিনিয়র সাংবাদিক আলাউদ্দিন আরিফ দৈনিক কালবেলা পত্রিকার যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব পেলেন। বুধবার (১ ডিসেম্বর) কালবেলা কর্তৃপক্ষ আলাউদ্দিন আরিফকে বিশেষ প্রতিনিধির পদ পরিবর্তন করে যুগ্ম সম্পাদক পদ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। এদিন থেকেই পদোন্নতি কার্যকর হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আলাউদ্দিন আরিফ দুর্নীতি দমন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র‍্যাক) কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সভাপতি। এছাড়া বিদায়ী বছরের ৬ অক্টোবর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য হিসেবে নিয়োগ পান তিনি। 

আলাউদ্দিন আরিফ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাধারণ সম্পাদক পদেও দায়িত্ব পালন করেছেন।

 

কালবেলায় যোগদানের আগে তিনি দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও প্রতিদিনের বাংলাদেশে বিশেষ প্রতিনিধি, দৈনিক যুগান্তর, দেশ রূপান্তর ও আমার দেশে সিনিয়র রিপোর্টার এবং দৈনিক জনকণ্ঠে মহানগর সংবাদদাতা হিসেবে সফলতার সঙ্গে কাজ করেছেন।

আলাউদ্দিন আরিফের জন্মস্থান চাঁদপুর জেলার কচুয়া উপজেলার আশরাফপুর গ্রামে। পিতা মরহুম মাওলানা আরিফুর রহমান চৌধুরী। মাতা আনোয়ারা বেগম। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়