Apan Desh | আপন দেশ

যায়যায়দিনের নির্বাহী সম্পাদক হলেন খুরশীদ আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৬, ১২ জানুয়ারি ২০২৫

আপডেট: ২২:০৭, ১২ জানুয়ারি ২০২৫

যায়যায়দিনের নির্বাহী সম্পাদক হলেন খুরশীদ আলম

ফুলেল শুভেচ্ছায় খুরশীদ আলমকে বরণ করে যায়যায়দিন পরিবার।

দৈনিক যায়যায়দিন পত্রিকায় নির্বাহী সম্পাদক হিসেবে যোগদান করলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম। রোববার (১২ জানুয়ারি) বিকেল ৩টায় আলোচনাসভা ও ফুলেল শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করে নেয় যায়যায়দিন পরিবার।

এ পত্রিকায় নির্বাহী সম্পাদকের দায়িত্বে ছিলেন অরুণ কুমার দে। দীর্ঘ দেড়যুগের দায়িত্বপালনকালে অরুণ দের বিরুদ্ধেএকাধিকবার সহকর্মী নির্যাতন, নারীসহকর্মী নির্যাতন, ধর্মীয়মূল্যবোধে আঘাত করাসহ জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্রহত্যার অভিযোগ রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-দৈনিক যায়যায়দিন প্রশাসন প্রধান ইকবাল হোসেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, ডিআরইউ সাধারণ সম্পাদক মইনুল হাসান সোহেল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রাশেদুল হক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহকারী মহাসচিব নাছির আল মামুন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য এম মোশারফ হোসেন এবং সাবেক নির্বাহী পরিষদ সদস্য এইচ এম আল আমিন।

লক্ষীপুরের সন্তান খুরশীদ আলম-এর আগে দৈনিক দিনকাল, অর্থনীতি প্রতিদিন-এর বিশেষ প্রতিনিধিসহ বিভিন্ন গণমাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 

আপন দেশ/এসএমএস/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়