Apan Desh | আপন দেশ

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের ‘পিঠা উৎসব’ বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৯, ২১ জানুয়ারি ২০২৫

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের ‘পিঠা উৎসব’ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

বাংলার ঐতিহ্য আর সংস্কৃতিকে নতুনভাবে তুলে ধরতে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) রজত জয়ন্তী উপলক্ষে পিঠা উৎসব আয়োজন করতে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে উৎসবটি অনুষ্ঠিত হবে।

এ আয়োজনে সার্বিক তত্ত্বাবধায়ন ও পরিচালনায় থাকবেন ডিএসইসির সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান।

এ ছাড়াও পিঠা উৎসব কমিটির আহবায়ক হিসেবে রয়েছেন ডিএসইসির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান। 

উৎসবের মূল উদ্দেশ্য বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলির সংস্কৃতিকে সাব-এডিটরস কাউন্সিলের সব সদস্যের কাছে পৌঁছে দেয়া।

উৎসবে থাকবে নানান রকমের ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শনী ও স্বাদের আসর। এটি শুধু খাদ্য উৎসব নয়, বরং বাংলার শিকড়কে অনুভব করার এক অনন্য সুযোগ। তবে, অনুষ্ঠানটি শুধু ডিএসইসির সদস্যদের জন্য।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়