Apan Desh | আপন দেশ

ভোরের কাগজ কার্যালয়ের সামনে সংবাদকর্মীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৮, ২৫ জানুয়ারি ২০২৫

ভোরের কাগজ কার্যালয়ের সামনে সংবাদকর্মীদের বিক্ষোভ

ছবি: আপন দেশ

বকেয়া বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা পরিশোধের দাবিতে ভোরের কাগজের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে পত্রিকাটির সাংবাদিক কর্মচারীরা। বন্ধ ভোরের কাগজ খুলে দেয়া ও অষ্টম ওয়েজবোর্ড অনুযায়ী বেতনের দাবি তাদের।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত রাজধানীর মালিবাগের মৌচাকে ভোরের কাগজের সামনে এ বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশ থেকে অবিলম্বে ভোরের কাগজ কার্যালয় খুলে দিয়ে নিয়মতান্ত্রিকভাবে পত্রিকাটির প্রকাশনা অব্যাহত রাখার দাবি জানান। একইসঙ্গে তাদের সকল দেনা-পাওনা পরিশোধের দাবিও জানান তারা। 

সমাবেশে বক্তব্য দেন, ভোরের কাগজের প্রধান প্রতিবেদক খোন্দকার কাওছার হোসেন, যুগ্ম বার্তা সম্পাদক মুকুল শাহরিয়ার, সম্পাদকীয় বিভাগের ইনচার্জ সালেক নাসির উদ্দিন, যুগ্ম বার্তা সম্পাদক হুমায়ুন হাশিম, সার্কুলেশন বিভাগের ইনচার্জ তসলিম চৌধুরী, বিজ্ঞাপন বিভাগের ডেস্ক নির্বাহী মো. আক্কাছ আলী, কম্পিউটার বিভাগের ইনচার্জ গোলাম কিবরিয়া, স্পোর্টস ইনচার্জ শামসুজ্জামান শামস, আইটি বিভাগের ইনচার্জ মেহেদী হাসান প্রমুখ।

আরও পড়ুন<<>> দৈনিক ভোরের কাগজ বন্ধ ঘোষণা

এছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভোরের কাগজের বিজ্ঞাপন বিভাগের ডেপুটি ম্যানজার নুর মোহাম্মদ স্বপন, উৎপাদন বিভাগের ইনচার্জ শরণ হাওলাদার প্রমুখ। এছাড়া মানববন্ধন ও সমাবেশে ভোরের কাগজের সব বিভাগের সাংবাদিক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, ভোরের কাগজ ৮ম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করেছে- এমন ঘোষণা দিয়ে সরকার থেকে ৯০০/-টাকা কলাম ইঞ্চি বিজ্ঞাপনসহ সকল সুযোগ-সুবিধা নিয়েছে। অথচ সাংবাদিক-কর্মচারিদের ওয়েজ বোর্ডের বেতন স্কেলের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে। এমনকি কোনো নিয়োগপত্র দেয়নি। আজকের কর্মসূচি থেকে বন্ধ পত্রিকা খুলে দেয়া, নিয়োগপত্র প্রদান, ওয়েজবোর্ড বাস্তবায়নসহ সমস্ত বকেয়া বেতন-ভাতা ও সার্ভিস বেনিফিট দিতে হবে বলে ঘোষণা দেয়া হয়। এসব দাবি দাওয়া আদায়ের দাবিতে আগামীকাল রোববার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১১টায় রাজধানীর সার্কিট হাউস রোডে ডিএফপির (চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর) সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়। এরপরও দাবি মানা না হলে রোববারেরর মানববন্ধন থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়