Apan Desh | আপন দেশ

এসলাসে সাকিলকে খুঁজতে থাকেন রুপা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৭, ২৭ জানুয়ারি ২০২৫

আপডেট: ২২:০৮, ২৭ জানুয়ারি ২০২৫

এসলাসে সাকিলকে খুঁজতে থাকেন রুপা

ফারজানা রুপা ও সাকিল আহমেদ

সকাল সাড়ে ৯টায় প্রিজন ভ্যানে কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয় ফারজানা রুপাকে। এরপর তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় নারীদের সেলে রাখা হয়। ফারজানা রুপা একাত্তর টিভির সাবেক প্রধান প্রতিবেদক।

একইভাবে সকালে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজনভ্যানে সাকিল আহমেদকে আদালতে হাজির করা হয়। হাজতখানার পুরুষ সেলে রাখা হয় তাকে। রুপার স্বামী একাত্তর টিভির চাকরিচ্যুত সাংবাদিক সাকিল আহমেদ। আলাদা সেলে রাখায় প্রথমে দেখা হয়নি এ সাংবাদিক দম্পতির। 

এ চিত্র সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালতের। 

পৌনে ১০টার দিকে মিরপুর থানার এক মামলায় গ্রেফতার দেখানোর শুনানিতে হাজির করতে প্রস্তুত করা হয় রুপাকে। হাতে হাতকড়া, গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরানো হয় তাকে। এরপর রুপাকে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, দেশটিভির ব্যবস্থাপনা সম্পাদক আরিফ হাসানের সঙ্গে সারিবদ্ধভাবে এজলাসে তোলা হয়।

এজলাসে ঢুকে কাঠগড়ায় ওঠার পরেই রুপা তার স্বামী সাকিল আহমেদকে খুঁজতে থাকেন। কিন্তু দেখা না মেলায় উদ্বিগ্ন দেখা যায় তাকে। কয়েক মিনিট পর সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেননের সঙ্গে হাজতখানা থেকে সাংবাদিক সাকিলকে এজলাসে তোলা হয়। সাকিল কাঠগড়ায় উঠতেই আপ্লুত হন রুপা। তারা আলাপ করতে থাকেন। কখনও কানে কানে, কখনও হাসিমুখে গল্প করতে থাকেন তারা। কাঠগড়ায় যতক্ষণ ছিলেন, কথা বলেছেন তারা।

শুনানি শেষে বিচারক ফারজানা রুপা ও সাকিল আহমেদকে গ্রেফতার দেখানোর আদেশ দেন বিচারক।

আদালত চত্তবের এ বিষয়ে জানতে চাইলে সাকিল বলেন, কথা বলতে মানা। মুখ বন্ধ আমাদের।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়